০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


মার্কিন রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

আ’লীগ নেতা শাম্মী আহমেদের বাসায় রাষ্ট্রদূত পিটার হাসসহ অতিথিরা -

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। গত সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যরা।
এ সময় শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে উপস্থিত ছিলেন।
শাম্মী আহমেদ গতকাল মঙ্গলবার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, পিটার হাস নৈশভোজে যোগ দিতে এসেছিলেন। এ সময় কিছু সাধারণ কথাবার্তা হয়েছে।
এ প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের জানান, বৈঠকে পিটার হাসের সাথে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করা, ব্যবসা বাণিজ্য প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। তিনি বলেন, আমরা চট্টগ্রামের মিরসরাইয়ের ইপিজেডে মার্কিন বিনিয়োগের বিষয়ে কথা বলেছি। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত। তবে এখানে বিনিয়োগকারীদের কিছু সমস্যা আছে। এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছু সমস্যা হয়। যেকোনো কাজ দেরিতে হয়। আমি বলেছি, সরকার চেষ্টা করছে এগুলো আরো দ্রুত ও সহজ করতে। সবকিছু ডিজিটালাইজ করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সমস্যা হবে না। আমরা সব বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছি।


আরো সংবাদ



premium cement