০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


কুরআন প্রতিযোগিতার বাছাই পর্বে প্রথম হলেন চট্টগ্রামের বুশরা

-

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্বে প্রথম হলেন চট্টগ্রামের হাফেজা বুশরা বিনতে মাহমুদ। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় (দুবাই) বাছাই পর্বে রাজধানীর বাইরের কেউ এই প্রথমবারের মতো প্রথম স্থান অধিকার করেছেন।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২২ পর্যন্ত ১৪ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাই পর্বে প্রথম হন বুশরা।
জানা গেছে, আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় সারা দেশ থেকে অর্ধশত জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজা বাছাই পর্বে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন হাফেজা বুশরা বিনতে মাহমুদ। তিনি চট্টগ্রামের বাকলিয়ায় (কল্পলোক আবাসিক) প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের মহিলা হিফজ বিভাগ মারকাজুল হাফেজাতের প্রতিষ্ঠাতা পরিচালক চন্দনাইশ দোহাজারী জামিরজুড়ি গ্রামের বাসিন্দা মাওলানা মাহমুদুল হকের ছোট মেয়ে।
মাওলানা মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, বাবা হিসেবে দেশবাসীর কাছে দোয়া চাই আমার মেয়ে বুশরা যেন উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশে সুনাম বয়ে আনতে পারে।


আরো সংবাদ



premium cement