০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


বাসের মতো বাসস্থান

-

যেন মাঠের পাশে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটা বাস। কিন্তু তাতে উঠলে দেখা যায় আসলে সেটা বাস নয়, বাসস্থান। বসবাসের জায়গা। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ধানাইমোড় গ্রামের মৃৎশিল্পী উদয় দাসের এ বাড়ি দেখলে এমন ভুল হওয়াটাই স্বাভাবিক।
উদয়ের ওই অদ্ভুত বাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের বাসিন্দারা। বাড়ি এখন অনেকেরই সেলফি তোলার প্রিয় জায়গা। উদয়ের কথায়, ‘ছোটবেলায় যখন প্রথম বাসে চড়েছিলাম, সেই সময় থেকেই এই যানটিকে ভালোবেসে ফেলি। অনেক দিনের ইচ্ছা, এমন একটা বাড়ি বানাব, যেটি দেখতে হবে আমার প্রিয় যানবাহনের মতো। সেই ইচ্ছা আজ পূরণ হয়েছে।’
উদয়ের পেশা রাজমিস্ত্রি হলেও তার পরিবার মৃৎশিল্পের কাজের সাথেও যুক্ত। বংশগতভাবে সেই কাজেও দক্ষ তিনি। উদয়ের সেই শিল্পী সত্তার পরিচয় মিলেছে এই বাস বাড়ি নির্মাণে।
উদয় জানান, ‘গত বছর লকডাউনের সময় কাজ শুরু করেছিলাম। তার পর অর্থের অভাবে বাড়ির কাজ বন্ধ রেখেছিলাম। তবে এ বছর ঋণ নিয়ে শখের বাড়ি নির্মাণের কাজ শেষ করেছি।’ উদয়ের স্ত্রী চন্দনা বলেছেন, ‘বাস-বাড়ি তৈরির কথা শুনে আমি প্রথমে আঁতকে উঠেছিলাম। কিভাবে এত টাকা জোগাড় হবে! তবে প্রতিবেশী ও স্বজনরা সাহস জুগিয়েছিলেন। আমরাও বাড়ির কাজে হাত লাগিয়েছি। প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement

সকল