০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


পুলিশের বিক্ষোভ

-

পুলিশের কাজ বিক্ষোভ দমন করা। কিন্তু কলকাতায় পুলিশই বিক্ষোভ ও ভাঙচুর করেছে। গত শুক্রবার সল্টলেকের এ এফ ব্লকে দফায় দফায় বিক্ষোভ করে পুলিশকর্মী ও তাদের পরিবারের লোকজন। তাদের অভিযোগের তীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে। অভিযোগ, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাদের ডিউটিতে পাঠানো হচ্ছে। ফলে তারা করোনায় আক্রান্ত হচ্ছেন। এর প্রতিবাদে ব্যাটালিয়নের প্রধান গেট বন্ধ রেখে, ভেতরে আলো নিভিয়ে তাণ্ডব চালিয়েছেন বিক্ষুব্ধ পুলিশকর্মীরা। এ সময় ব্যাপক ভাঙচুরও চালানো হয় ভেতরে।
বিক্ষোভকারী পুলিশকর্মীদের একজন বলেন, ‘দীর্ঘ দিন ধরেই এসব নিয়ে আমাদের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার দুপুরের পর থেকে।’ অভিযোগ, করোনা-আক্রান্ত পুলিশকর্মীর সংস্পর্শে আসা বাকিদের স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে কোয়ারেন্টিনে পাঠাতে অস্বীকার করেন ঊর্ধ্বতন আধিকারিকরা। এক পুলিশকর্মীর অভিযোগ, ‘আমাদের কোয়ারেন্টিনে না পাঠিয়ে ডিউটি দেয়া হয়।’
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেল থেকেই বিক্ষোভকারীরা মারমুখী হতে শুরু করেন। খবর পেয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের ঢুকতে বাধা দেন বিক্ষোভকারীরা। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement