০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মুত্যু

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ায় পূজায় বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মুত্যু হয়েছে। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন, মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩২), আইলচারা গ্রামের অকি বিশ্বাস (৩৫) ও খোকসা উপজেলার কালিপাড়া গ্রামের হরেশ ঘোষের ছেলে রিপন ঘোষ (৩০)।

এদিকে পৃথক ঘটনায় মারাত্মক অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে কুষ্টিয়ার কাটদহ গ্রামের নবুপালের ছেলে নিখিল পাল (২৩) ও অজিত ঘোষের ছেলে ষষ্ঠী ঘোষ (২৪)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দেবী বিসর্জনের পর ওই তিনজন একসাথে অ্যালকোহল পান করেন। তারপর তারা সকলেই মঙ্গলবার সারাদিন অসুস্থ অবস্থায় নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোরের দিকে তিনজনই মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: তাপস কুমার পাল জানান, অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আরো সংবাদ



premium cement