২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নড়াইল জেলা লকডাউনের গুজব

নড়াইল জেলা লকডাউনের গুজব - ছবি : সংগৃহীত

নড়াইল জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে, এমন খবর সোমবার সন্ধ্যা থেকে কয়েকটি গণমাধ্যমসহ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে লকডাউনের এ খবর সঠিক নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

অবশ্য করোনাভাইরাস প্রতিরোধে অপ্রয়োজনে বাইরে গমনাগমনে বিধি-নিষেধ আরোপ করেছে পুলিশ ও জেলা প্রশাসন। বিভিন্ন প্রবেশ পথে বাড়ানো হয়েছে চেকপোস্ট। বিষয়টি সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সর্তক থাকতে হবে। অপ্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।’


আরো সংবাদ



premium cement