২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় চিকিৎসা পরামর্শ দিতে হট লাইন চালু 

খুলনায় চিকিৎসা পরামর্শ দিতে হট লাইন চালু  - ছবি : সংগৃহীত

করোনা আতঙ্কে ভুগছে সারাবিশ্বে। বাংলোদেশেও ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ করোনাভাইরাস। করেনা প্রতিরোধে হট লাইন চালু  করা হলো খুলনায়। রোববার খুলনা সিভিল সার্জন অফিস থেকে এই নম্বরগুলো চালু করেছে বলে আঞ্চলিক তথ্য অফিসের এক বিজ্ঞপ্তিতে জানান হয়।

নাম্বারগুলো হলো ০১৭৪০৩৩৩২২৮, ০১৭১০৩২৩৩৮৩, ০১৭১৮৮৬১০১৫, ০১৭৩১৭৯০৯৬৬, ০১৯৪০২৬০১৬২, ০১৬৭২৫৩৭৭৪৭, ০১৫৫৭৬৯৯২৮৮ এবং ০১৭৪৬৪৮২৩৯৩।

জেলায় কারো সর্দি, কাশিতে আক্রান্ত হলে, হাসপাতালে না এসে টেলিফোনে সিভিল সার্জন দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বরসমূহে চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ করার কথা বলা হয়েছে।

এদিকে রোববার পর্যন্ত বিদেশফেরত ১ হাজার ১০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৭ জনকে।

জেলা সিভিল সার্জনের দপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল শাখা সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার ৬১ জন, বটিয়াঘাটার ১৬ জন, রূপসার ৭৮ জন, তেরখাদার ১৪ জন, দিঘলিয়ার ১২ জন, ফুলতলার ২২ জন, ডুমুরিয়ার ৪ জন, পাইকগাছার ৭১ জন, কয়রার ৯৫ জন, এবং খুলনা মহানগরীর  ৭৩৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

ছাড়পত্র পেয়েছেন তেরখাদার ৩ জন, দাকোপের ৬ জন, রূপসার ৪ জন ও পাইকগাছার ৪ জন।


আরো সংবাদ



premium cement