২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রোনালদোর বেতন কত?

রোনালদোর বেতন কত? - ছবি : সংগৃহীত

প্রথম দিকে জানা গিয়েছিল সপ্তাহে রোনালদোর বেতন ৪ লাখ ৮০ হাজার পাউন্ড। তবে ম্যানইউতে পাড়ি জমানো সিআরসেভেনের আসল বেতন বের করেছে ডেইলি মেইল। তারা জানাচ্ছে আসলে রোনালদোর সাপ্তাহিক বেতন তিন লাখ ৮৫ হাজার পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা)।

শনিবারই জানা গেছে পিএসজিতে লিওনেল মেসির বেতন কত। পিএসজিতে ৩ মৌসুমে প্রায় ১১০০ কোটি টাকা পাবেন বলে জানা গেছে। একই দিনে জানা গেল রোনালদোর বেতনও।
জুভেন্টাসে সপ্তাহে ৫ লাখ পাউন্ড বেতন পেতেন রোনালদো। বছরে অঙ্কটা ২ কোটি ৬০ লাখ পাউন্ড। সেই তুলনায় ম্যানইউতে কমই পাবেন তিনি। জুভেন্টাস থেকে রোনালদোকে কিনতে প্রায় ১ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ হয়েছে ম্যানইউর। অন্যদিকে পিএসজিতে মেসি প্রথম মৌসুমে পাবেন ৩ কোটি ইউরো। পরে আরো দুই মৌসুম থাকলে ৪ কোটি ইউরো করে বেতন পাবেন।

বেতন কমিয়ে ম্যানইউতে যোগ দিলেও ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় এখন রোনালদো। সপ্তাহে ৩ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন নিয়ে তালিকার দুইয়ে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। তিনে আছেন ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডে গেয়া। সপ্তাহে তিনি পান ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড।


আরো সংবাদ



premium cement