০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আর্সেনালের মাঠে ম্যানইউর ড্র

আর্সেনালের মাঠে ম্যানইউর ড্র - ছবি : সংগৃহীত

লড়াইটা হলো বেশ। গোলের সুযোগ পেলো দুই দলই। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যভেদ করতে পারলো না কোনো দলই। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আর্সেনালের বিপক্ষে টানা দুই লিগ ম্যাচ হারের পর ড্র করলো ম্যানইউ। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানইউ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে আর্সেনাল।

দুই দলে পোস্টে শট নিয়েছিল তিনটি করে। বল দখলে এগিয়ে ছিল ম্যানইউ, শতকরা ৫৭ ভাগ। ফাউলও বেশি করেছে রেডডেভিলসরা, ১৬টি। সেখানে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ফাউল করেছে নয়টি। ম্যানইউ কর্ণার আদায় করেছে সাতটি, আর্সেনাল কর্ণার পায় ৪টি।

সবশেষ লিগ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরে আসা ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধের সেরা সুযোগটি পায় ২০ মিনিটে। ডি-বক্সের একটু ওপর থেকে ফ্রেদের শট লাফিয়ে আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক বার্নড লেনো।

প্রথম ব্রাজিলিয়ান হিসেবে প্রিমিয়ার লিগে ২৫০তম ম্যাচ খেলতে নামা উইলিয়ানের সামনে সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালকে এগিয়ে নেয়ার। কিন্তু তার শট আটকান ম্যানইউ ডিফেন্ডার ওয়ান-বিসাকা।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচ গোলের দেখা পায়নি দ্বিতীয়ার্ধেও। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৭৯ মিনিটে র‌্যাশফোর্ডের শট বাইরের জাল কাঁপায়। একটু পর দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় পেপের বাঁ পায়ের শট।

দিনের অন্য ম্যাচে, ইতিহাদ স্টেডিয়ামে গাব্রিয়েল জেসুসের গোলে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে পেপ গার্দিওয়ালা। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আর্সেনাল। সেখানে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।


আরো সংবাদ



premium cement