২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ম্যানইউর ১৩ মিনিটের ঝলক

ম্যানইউর ১৩ মিনিটের ঝলক - ছবি : সংগৃহীত

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় গোলের দেখা নেই। হুট করে ৬৫ মিনিটে শুরু, ৭৮ মিনিটে শেষ। ১৩ মিনিটে তিন গোল দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে রেড ডেভিলসরা হারিয়েছে ওয়েস্টহ্যামকে।
এই ম্যাচ দিয়েই প্রায় ৯ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে ফেরে দর্শক। স্বাস্থ্যবিধি মেনে দুই হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

ঘরের মাঠে নবম মিনিটে জ্যারড বোয়েন গোল করলেও অফসাইডের কারণে তা পায়নি ওয়েস্ট হ্যাম। ৩৫ মিনিটে ভাগ্যের ফেরে এগিয়ে যাওয়া হয়নি তাদের; ফোনালাসের শট ফেরে পোস্টে লেগে। ৩৮ মিনিটে এগিয়ে যায় তারা। কর্নারে ডেকলান রাইসের হেডের পর টমাস সুসেকের ফ্লিক, গোওওল (১-০)।

দ্বিতীয়ার্ধের শুরুতে কাভানির জায়গায় র‍্যাশফোর্ড ও ডনি ফন ডি বিকের বদলে ব্রুনো ফার্নান্দেজকে মাঠে নামান ম্যানইউর কোচ। ৬৫ মিনিটে দারুণ এক গোলে ম্যানইউকে সমতায় ফেরান পগবা। এর তিন মিনিট পরই দলকে এগিয়ে নেন গ্রিনউড। ৭৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন র‍্যাশফোর্ড। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি (৩-১)।

১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে সাতে আছে ওয়েস্ট হ্যাম।


আরো সংবাদ



premium cement