৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


রোনালদোর শ্রেষ্ঠত্বে সালাহর চ্যালেঞ্জ

মোহাম্মদ সালাহ । - নয়া দিগন্ত

আজকের হাইভল্টেজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সব আলো যে রোনালদোর দিকে যাচ্ছে না তা সামাজিক যোগাযোগ মাধ্যম আর মিডিয়াতে চোখ রাখলেই বুঝা যায়। লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ এবারের আসরের অন্যতম তারকা খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার নৈপুন্যে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব।

এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রোনালদোর জন্য ৫ম আর রিয়াল মাদ্রিদের জন্য ৪র্থ। অন্যদিকে লিভারপুলের মোহাম্মদ সালাহর এটাই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ।

ইউক্রেনের কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামের দিকে গোটা ফুটবল দুনিয়ার নজর। এবারের ম্যাচে সালাহকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। লিভারপুলকে শিরোপা এনে দিতে পারলে সেটা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

সালাহ এবারের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় রিয়াল তারকা রোনালদো আর বার্সা তারকা লিওনেল মেসির উপর নিঃশ্বাস ফেলছেন।

২০১৪ সালে যখন রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৪র্থ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছেন তখন, সালাহ ৫ মাসের জন্য চেলসি হয়ে খেলতে পেরেছিলেন।

সালাহ এখন সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অবস্থানে চলে এসেছেন। সোশাল মিডিয়ায় সালাহ-এর লাইফ স্টাইল অন্যতম আলোচনার বিষয়।সেই সাথে ‘মিশরের রাজা’ এখন বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও ভালো সাড়া পাচ্ছেন। সম্প্রতি সালাহ মোবাইল ফোন কোম্পানীর প্রচারণা,

লজিস্টিক ফার্ম ও টেক্সি সেবাদানকারী প্রতিষ্টানের হয়ে প্রচরনা ও সংবাদ সম্মেলন করেছেন।

কোন সন্দেহ নেই সালাহ বিশ্ব ফুটবলে দিন দিন নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন।

অল রেড খ্যাত লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিনিধিত্বের গৌরবেও রয়েছে একক ফুটবলারের ব্যক্তিগত অবদান। মিসরীর স্ট্রাইকার মোহম্মদ সালাহতে উজ্জীবিত দলটি পুরোপুরিই নতুন চেহারায় উদ্ভাসিত ২০১৭-১৮ ক্লাব মওসুমে। তার বল পায়ের ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের আলোচনার কেন্দ্রবিন্দুতে লিভারপুল। সেমিফাইনালেও কম যায়নি ইংল্যান্ডের জায়ান্টরা। রোমার বিপক্ষে লিভারপুলের ৭-৬ ব্যবধানের অ্যাগ্রিগেট জয় দখলে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ম্যাচে ইতিহাসের সর্বোচ্চ গোলের।

২০১৪ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলায় লড়েছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। দুই লেগেই জয়ী হয় স্পেনের জায়ান্টরা। তবে ওই লিভারপুলের সাথে বর্তমান ক্লপের দলের কোনো মিল নেই। তার দল এবারের আসরে ফাইনালে ওঠার প্রক্রিয়ায় সর্বোচ্চ ৪০ গোলের কৃতিত্বের জন্ম দিয়েছে। সাদিও মানে, ফিরমিনো ও মোহাম্মদ সালাহ সমন্বিত অল রেডের আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগেই ত্রাসের জন্ম দিতে সক্ষম। সুযোগ পেলেই মুহূর্তের ম্যাজিকেই ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেয়ার অসাধারণ প্রতিভার প্রমাণ রেখেছেন সালাহ। তাকে কার্যত অচল করে রাখার প্ল্যান বাস্তবায়নও অত্যন্ত কঠিন। এ ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের জন্য বাড়তি দুশ্চিন্তার হবে রক্ষণভাগের নেতা সার্জিও রামোসের লালকার্ড হজমের ইতিহাস!

মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের সব প্রস্তুতি শেষ করেছে দুই ফাইনালিস্ট। ফুটবলাররোও অপেক্ষায় শিরোপা লড়াইয়ে সামর্থ্যকে প্রমাণ রাখার।

ইতিহাস রচনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজ কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালের লড়াইয়ে পা রাখবে রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক শিরোপা জয়ের উত্তাপ দলটির ড্রেসিংরুমে। শেষ দুইবারের চ্যাম্পিয়নদের স্বপ্ন পূরণে নেতৃত্ব দেয়ায় প্রস্তুত সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউট রাউন্ডের প্রতিটি বিগ ম্যাচেই তিনি পারফরম করেছেন। ফ্রান্স, ইতালি ও জার্মানির চ্যাম্পিয়নদের হারিয়ে রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক ফাইনালে উন্নীতে এক্স ফ্যাক্টর ভূমিকায় পর্তুগাল অধিনায়কের ব্যক্তিগত নৈপুণ্য।

সাম্প্রতিক সময়ে স্পেনের ক্লাবটির জার্সিতে শিরোপা নির্ধারণী লড়াইয়েও তার ঈর্ষণীয় সাফল্য অন্যতম দুশ্চিন্তার কারণ প্রতিপক্ষের জন্য। কিয়েভের ফাইনালে সম্ভাব্য সেরা একাদশের সার্ভিসও পাচ্ছে রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে শেষ পাঁচ বছরের চতুর্থ ফাইনালের ফেবারিট হিসেবেই কিয়েভের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংলিশ প্রতিপক্ষের। ট্রফি নির্ধারণী ম্যাচে পারফরম করার ব্যাপারে আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। অধিনায়ক সার্জিও রামোস বলেন, ‘আরেকটি ট্রফি উৎসবের প্রস্তুতি চলছে। সাফল্যের ইতিহাসে যোগ হতে চলেছে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ফুটবলারদের কঠোর পরিশ্রম। বর্তমান দলটির চলমান সাফল্যে মূল অবদান। পরিশ্রম করলে ফল মিলবেই।’


আরো সংবাদ



premium cement
৪৩ ডিগ্রিও ছাড়িয়ে গেল পাবনার তাপমাত্রা আবুল কাশেম ও শাহনাজ পারভীনের ইন্তেকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শোক বান্দরবানে উপজেলা নির্বাচনের আগ মুহূর্তে সরে দাঁড়ালেন আ’লীগের প্রার্থী যশোরে ইজিবাইকচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার পদত্যাগ করুন দেশের মানুষকে বাঁচান : সরকার‌কে ফারুক ‘জয়বাংলা ব্লাড স্কিম’ রাবি ছাত্রলীগের সিট দখলের নতুন কৌশল ইসরাইলি পণ্য বয়কট : মালয়েশিয়ায় কেএফসির শতাধিক আউটলেট বন্ধ গাজায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়েছে ১০ হাজারের বেশি লাশ সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি বিরাজমান তাপপ্রবাহ আগামীকাল কিছু জায়গায় প্রশমিত হতে পারে পহেলা মে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

সকল