০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


সামান্য বৃষ্টিতেই রাজধানীর সড়কে কাদাপানি

-

রাজধানীতে গতকাল হঠাৎই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের কারণে এ বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। তবে অল্প সময় চলা এ বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়কে কাদাপানি হয়ে যায়। বিশেষ করে যেসব সড়কে খোঁড়াখুঁড়ি করা হয়েছে, সেখানে রাস্তার ওপর মাটি ফেলে রাখায় কাদায় চলাচল করতে নগরবাসীকে ভোগান্তির শিকার হতে হয়।
গতকাল দুপুরের পর থেকে পান্থপথ, পল্টন, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানা যায়। আগামী তিন দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে কাদাপানির সৃষ্টি হয়। মতিঝিল, পল্টন, সেগুনবাগিচা, বাসাবো, মুগদা, পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কসহ বিভিন্ন এলাকার সড়কে বর্তমানে খোঁড়াখুঁড়ি চলছে। এসব সড়কে রাস্তার মাটি পাশেই রাখার কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া ধুলাবালু সৃষ্টি হয়ে পরিবেশদূষণ করছে। এর সাথে গতকালের বৃষ্টিতে এসব মাটি কাদায় পরিণত হয়। এতে নগরবাসীর চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয়।
বইমেলায় ‘হঠাৎ বৃষ্টির বাগড়া’ : অমর একুশে বইমেলার গতকাল ছিল ২২তম দিন। দুপুরের দিকে কিছুটা ভিড় দেখা গেলেও বিকেল গড়াতেই বৃষ্টির ছোঁয়ায় বইমেলা এলোমেলো হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতারা। বৃষ্টির পানি থেকে বই বাঁচাতে বিক্রয়কর্মীরা ছোটাছুটি করতে থাকেন। ক্রেতারাও আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারো বইমেলার ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা বাড়তে শুরু করে।

 


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে বৃষ্টিতে পাটচাষে সাশ্রয় হলো ৫০ কোটি টাকার জ্বালানি সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী হামাসের কায়রো ত্যাগ, যুদ্ধবিরতি চুক্তি মানবে না ইসরাইল! ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩১ পাবনায় পরাজিত প্রার্থীর অর্ধশত সমর্থকদের বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত ৫ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মৃত্যুতে মাগুরায় স্মরণ সভা সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন রেডি টু কুক ফিশ বাজারজাতকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৭ ভরি স্বর্ণসহ আঙ্গুল কাটা গ্রুপের ৩ সদস্য গ্রেফতার একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট জাওয়াদের মা

সকল