২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামনে গাইবেন তারা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামনে গাইবেন তারা -

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুই দিন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি ছয়জন সঙ্গীতশিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। কিংবদন্তি ছয়জন সঙ্গীতশিল্পী হলেন- মোহাম্মদ রফিকুল আলম, শাহীন সামাদ, খুরশীদ আলম, আবিদা সুলতানা, মলয় কুমার গাঙ্গুলী ও তিমির নন্দী। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ’ শিরোনামে ‘সমরাস্ত্র প্রদর্শনী ২০২৪’- অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমরাস্ত্র প্রদর্শন উপভোগ করবেন। অনুষ্ঠানে একপর্যায়ে কিংবদন্তি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। একই সময়ে আজ মঙ্গলবার বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমরাস্ত্র প্রদর্শন করবেন। দুই দিনের অনুষ্ঠানেই একই শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের শিল্পীদের সমন্বয়কারী দেশের বিশিষ্ট গীটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন। ‘প্রোয়াস’-এর বিশেষ শিশুরা নৃত্য পরিবেশন করবেন বলেও জানান দীপন। দীপন জানান, কিংবদন্তি শিল্পীরা একে একে পরিবেশন করবেন ‘শোনো একটি মুজিবরের থেকে’, ‘সেই সবুজেরই বুক চেরা মেঠোপথে’, ‘ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘বাংলার প্রতি ঘর ভরে দিতে চাই মোরা অন্নে অন্নে’। এমন আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সঙ্গীত পরিবেশন করার অনুভূতি প্রসঙ্গে সঙ্গীতশিল্পী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল আলম বলেন, যেহেতু অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ সেনাবাহিনী। তাই বেশ গোছানো, পরিপাটি অনুষ্ঠান হয়ে থাকে। আমরা সবাই গতকাল সকালে বেশ আগ্রহ নিয়ে রিহার্সেলে অংশ নিয়েছি। অবশ্যই ভীষণ ভালোলাগে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সঙ্গীত পরিবেশন করতে। আরো বেশি ভালোলাগে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ধরনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে। আর আমাদের নির্বাচিত সবগুলো গানই কিন্তু দেশের গান এবং ভীষণ আবেগ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সম্পৃক্ত গান। আমরা যারা এখানে গান গাইবার সুযোগ পেয়েছি, আমরা প্রত্যেকেই ভীষন সম্মানীত বোধ করছি।’ স্বাধীনতা সংগ্রামের কন্ঠযোদ্ধা শাহীন সামাদ বলেন,‘ এই ধরনের আয়োজনে প্যারেড গ্রাউ-ে এবারই প্রথম আমি সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। যে কারণে সত্যিই ভীষণ ভালোলাগছে। এই ভালোলাগাটা সত্যিই ভাষায় প্রকাশের নয়। সবচেয়ে বড় কথা সেনাবাহিনী কর্তৃক এই আয়োজন এতো গুছানো, সবকিছুই এতো সুন্দরভাবে হচ্ছে যে নিজেরই ভীষণ ভালোলাগছে। কোথাও কোনো খুঁত নেই। আশা করছি আজ এবং আগামীকাল পরিপাটি অনুষ্ঠান হবে। নেপথ্য নায়কদের জন্য অনেক শুভ কামনা রইলো।’


আরো সংবাদ



premium cement