১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


লাক্সের শতবছর পূর্তি অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম

-

বিদ্যা সিনহা মিম, ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার। লাক্স সুপারস্টার হিসেবে খেতাব জয় করেই তিনি হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমাতে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেন। এরপর বহু নাটকেও তিনি অভিনয় করেছেন। বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে খ্যাতি লাভ করেছেন এই নন্দিত তারকা। এই প্রজন্মের চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে বিদ্যা সিনহা মিমের ব্যক্তিজীবন যেমন চমৎকার ঠিক তেমনি অভিনয়ের দুনিয়াতেও তিনি তার অভিনয়গুণে আলো ছড়িয়েছেন। যখন যেখানে মিম কাজ করেছেন সেখানেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। যখন তিনি নাটকে অভিনয় করতেন, তখন তিনি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। আবার যখন নাটক ছেড়ে সিনেমাতে পুরোপুরি মগ্ন হলেন তখন তিনি তার সেরাটিই দেয়ার চেষ্টা করেছেন। মৃত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য মিম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। ২০২২ সালে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাতে গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি একজন জাত অভিনেত্রী হিসেবে দর্শকের কাছ থেকে স্বীকৃতপ্রাপ্ত হন। এই সিনেমাতে মিমের দুর্দান্ত অভিনয় দর্শককে হলমুখী করে তোলে। এরপর একই পরিচালকের ‘দামাল’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়। আগামী ১১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রথম সম্মাননা প্রদান (বিএফডিএ) অনুষ্ঠান। এই আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠে যেতে পারে মিমের হাতে। আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে লাক্সের শত বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণ করবেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি। লাক্স সুপারস্টার হওয়ার পর লাক্সের বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন মিম।


আরো সংবাদ



premium cement