২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


গ্র্যান্ড ফিনালের আগেই ঈদে আসছে রনির প্রথম গান

গ্র্যান্ড ফিনালের আগেই ঈদে আসছে রনির প্রথম গান -

ময়মনসিংহের মেয়ে ইসফাতারা কায়সার রনি চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ ২০২৩’এর ফাইনাল রাউন্ডে বিশেষ বিচারক রুনা লায়লা, প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীর দেয়া নাম্বারে এবং সর্বোচ্চ এসএমএস পেয়ে ফাইনাল রাউন্ডে এসেছেন। ‘গ্র্যান্ড ফিনালে’ হবার আগেই আগামী ঈদেই প্রকাশ পেতে যাচ্ছে রনির প্রথম মৌলিক গান। গানটি লিখেছেন ও সুর করেছেন খায়রুল ওয়াসী। রনি জানান, আপাতত প্রথম মৌলিক গানের কাজ নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। রনি বলেন, ‘গেলো বছরের শেষপ্রান্তে সেরাকণ্ঠ ২০২৩-এর গ্র্যান্ড ফিনালে হবার কথা ছিল। কিন্তু এখনো হয়নি। তবে আশা করা যাচ্ছে শিগগিরই গ্র্যান্ড ফিনালে হয়ে যাবে। এই প্রকল্পের প্রধান এবং পরিচালক ইজাজ খান স্বপন স্যার আমদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন যে আমরা আগামীতে গানের ভুবনে ভালো অবস্থানে যাবো নিজেদের ভালো ভালো গান দিয়ে। এরই মধ্যে আমি আমার প্রথম মৌলিক গানের কাজের পরিকল্পনা করে ফেলেছি। গানটি খায়রুল ওয়াসী ভাইয়ের লেখা ও সুর করা। আগামী সপ্তাহে গানে ভয়েজ দিবো এবং ইনশাআল্লাহ আগামী ঈদেই গানটি প্রকাশ পাবে। ওয়াসী ভাইয়ের গীতিকবিতা ও সুর আমার ভীষণ পছন্দ হয়েছে।’ রনির গানে হাতেখড়ি শিক্ষক ওস্তাদ হাতেম আলীর কাছে। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে অনার্স ও লোকসঙ্গীতে মাস্টার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মধ্যে যাদের কাছ থেকে তালিম নেয়ার সৌভাগ্য হয়েছে তারা হলেন ডক্টর রশীদুন নবী, আলিফ লায়লা, ডক্টর আহমেদ শাকিল হাশমি ও ডক্টর আরিফুর রহমানের কাছে। কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন রনি সাত বছর। রনির ভীষণ ভালো লাগে গান, ভালো লাগে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কনকচাঁপার গান। মৌলিক গান দিয়েই নিজের কণ্ঠের পরিচিতি করে তুলতে চান। যে কারণে আপাতত ‘গ্র্যান্ড ফিনাল’-এর অপেক্ষায় থাকলেও তিনি মৌলিক গান প্রকাশ নিয়ে চিন্তা ভাবনা করছেন বেশি। আগামী ঈদে প্রথম মৌলিক গান প্রকাশ পেলেও আগামী ঈদের পর আরো মৌলিক গান নিয়ে ব্যস্ত হয়ে উঠার অপেক্ষায় রনি।


আরো সংবাদ



premium cement