২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পুত্রের পর এবার বাবা...

-

পাঁচ বছর আগের কথা। বাংলাদেশের নাটকের নন্দিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শিহাব শাহীনের পরিচালনায় ‘বিনি সুতোর টান’ নাটকে তার একমাত্র আদরের ছেলে আয়াশ’কে নিয়ে অভিনয় করেছিলেন। এই নাটকে অভিনয় করে আয়াশ বেশ প্রশংসিত হয়েছিলেন। আবার এই নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে আয়াশ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার হাত থেকে সম্মাননা গ্রহণ করেছিলেন। সেই সময় অপূর্ব আয়াশের এই প্রাপ্তিতে ভীষণ খুশি হয়েছিলেন। গেলো ২ মার্চ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননাপ্রাপ্ত রুনা লায়লা। এই অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করার পাশাপাশি তিনি সম্মাননাপ্রাপ্ত অনেকের হাতেই সম্মাননাও তুলে দেন। অপূর্বর হাতেও শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর (পথে হলো দেরি নাটকের জন্য সেরা অভিনেতা) পুরস্কার তুলে দেন রুনা লায়লা। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অপূর্ব বলেন, ‘সত্যিই এই মুহূর্তটা আমার জীবনের জন্য স্মরণীয় এক মুহূর্ত। পুরস্কারটি গ্রহণ করার সময় আব্বুর কথা খুব মনে পড়ছিল। কারণ রুনা আপার হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করছি, এই মুহূর্তটি আব্বু দেখলে ভীষণ খুশি হতেন। কারণ আব্বু রুনা আপার গান খুব পছন্দ করতেন। আসলে রুনা আপার গান কে না পছন্দ করেন। তো আজ বিশেষভাবে মনে পড়ছে আয়াশের জীবনের প্রথম পুরস্কারপ্রাপ্তির কথা। বিনি সুতোর টান নাটকে অভিনয়ের জন্য আয়াশ শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে রুনা আপার হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন। এবার আমিও রুনা আপার হাত থেকে পুরস্কার গ্রহণ করলাম। এই অনুভূতি আসলে মিশ্র, ভাষায় প্রকাশের নয়।


আরো সংবাদ



premium cement
বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল?

সকল