১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


রোকনের জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে স্বর্ণলতা-আফজাল সুজন

রোকনের জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে স্বর্ণলতা-আফজাল সুজন -

গুণী নাট্যনির্মাতা সরদার রোকন আর কিছুদিন পরই জীবনের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমা নির্মাণের জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন। চলছে গল্প নিয়ে ভাবনা। তবে তার আগে হাতে থাকা কাজগুলোও গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। ঠিক তেমনি একটি কাজ শেষ করেছেন সরদার রোকন। সরদার রোকন সবসময়ই চেষ্টা করেন জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। ঠিক তেমনি একটি জীবনের গল্প নিয়ে নাটক ‘বড় লোকের মেয়ে রিকশাওয়ালার বউ’। নির্মাতা জানান নাটকের নাম আগে একটু অন্যরকম ছিল। কিন্তু নামটি পরিবর্তন করা হয়েছে নাটকের নাট্যকার এনডি আকাশের সাথে কথা বলে। নাটকে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণলতা ও আফজাল সুজন। সাম্প্রতিক সময়ে রাশেদ জামানের পরিচালনায় ‘ভালো ছেলে’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন আফজাল সুজন। সরদার রোকন বলেন, স্বর্ণলতা এই সময়ের অভিনয় শিল্পীদের মধ্যে বেশ গুণী একজন অভিনেত্রী। ঠিকঠাক মতো অভিনয়টাই করার চেষ্টা করেন। সেট-এ ভীষণ মনোযোগী একজন শিল্পী। আর আফজাল সুজন নতুনদের মধ্যে একজন সম্ভাবনাময় অভিনেতা। তার উচ্চতাটাও চোখে পড়ার মতো। মন দিয়ে অভিনয়টা করার চেষ্টা করে। দু’জনের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ। আশা করছি নাটকটি ভালোলাগবে সবার। সরদার রোকন জানান, এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইতালিয়ান-থাইয়ের শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ গাজীপুর বারের সাবেক সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের নামে মামলা রংপুর মহানগরী জামায়াত নেতা কাজলসহ ৩ জনকে গ্রেফতারের নিন্দা শিবিরকে জড়িয়ে র‍্যাবের মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ গাজায় ইসরাইলি গণহত্যা নৃশংসতার নতুন পর্যায়ে, আদালতের হস্তক্ষেপ দরকার শার্ক ট্যাংকে‘ওস্তাদ’ পেল ১ কোটি টাকা মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঢাকা মেডিক্যাল কেন্দ্রিক কোনো দালাল থাকবে না : বাহাউদ্দিন নাছিম বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে মুক্তিযুদ্ধের সময়কার ৩টি এলএমএনজি অস্ত্র ও গুলি উদ্ধার

সকল