০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


‘ছায়াবাজি’তে প্রশংসিত মৌসুমী মৌ

‘ছায়াবাজি’তে প্রশংসিত মৌসুমী মৌ -

কিছু দিন আগেই আরটিভির ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হলো সৈয়দ শাকিল পরিচালিত ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী মৌ। ‘ছায়বাজি’তে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপু বিশ^াসসহ আরো অনেকে। তারিক আনাম খান এ দেশের একজন গুণী জীবন্ত কিংবদন্তি অভিনেতা। আবার অপু বিশ্বাস এবারই প্রথম কোনো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। অভিনয়ে তিনিও প্রমাণিত। নতুন হিসেবে মৌসুমী মৌর ওয়েব ফিল্মে কাজ করাটা ছিল অনেকটাই চ্যালেঞ্জিং বিষয়। যে কারণে তিনি শুটিংয়ের সময় বেশ মন দিয়ে কাজটি করেছেন। যার ফলে তিনি ছায়বাজিতে তার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা কুঁড়াচ্ছেন। মৌসুমী মৌ বলেন, ‘ছায়াবাজি রিলিজের পর থেকেই এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছি। দেশের নানান প্রান্ত থেকে দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছি। আর আমার খুব কাছের যারা তারাও আমার অভিনয়ের প্রশংসা করছেন। অভিনয়ে আগের চেয়ে ম্যাচিউরিটি এসেছে- এমনটিই শুনছি আমি।

নিজের মধ্যেই ভালোলাগা কাজ করছে। আগামীতে আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছি। ধন্যবাদ সৈয়দ শাকিল ভাইকে আমাকে এই ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।’ এ দিকে মৌসুমী মৌ নিয়মিত এখন একক নায়িকা হিসেবেই নাটকে অভিনয় করছেন। এরই মধ্যে একক নায়িকা হিসেবে তার অভিনীত রেজা মাহমুদ পরিচালিত ‘ভুলে যেও আমায়’তে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। এ দিকে আগামী বাবা দিবসের জন্য এরই মধ্যে একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন মৌসুমী মৌ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বরেণ্য অভিনেতা সমু চৌধুরী। এরই মধ্যে মৌ অভিনীত সাগর জাহান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার অলিগলি’ এনটিভিতে প্রচাপর শুরু হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল ৬ মাস বন্ধ জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার

সকল