২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ফেরদৌস হাসানের পরিচালনায় বালিশ বিলাসে শিমু-ইমন

-

গত রোজার ঈদে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে যেমন সাড়া পেয়েছিলেন ঠিক তেমনি ইমন তার চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হয়েছিলেন। ভালো ভালো গল্পের ভালো ভালো চরিত্রে অভিনয় করাই ইমনের লক্ষ্য। তবে বিশেষ বিশেষ দিবসে ইমন টিভি নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেন। আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘বালিশ বিলাস’ নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ, গুণী অভিনেত্রী সুমাইয়া শিমু ও চিত্রনায়ক ইমন। শিমু ও ইমন জানান, বালিশ বিলাস নাটকটি রোমান্টিক, পারিবারিক, সামাজিক গল্পের। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান ইমন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত দুই অভিনয় শিল্পী দিলারা জামান, আবুল হায়াতসহ ¯িœগ্ধা শ্রাবণ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন,‘ ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় আমি আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করেছি। তার লেখা আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে তার লেখা সংলাপ এক কথায় অনন্য অসাধারণ। তার নাটকের একেকটি দৃশ্যই যেন একেকটি গল্প। সবচেয়ে বড় কথা তার নাটকের গল্প, সংলাপের সাথে দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন। এটা অনেক বড় সফলতা।’ ইমন বলেন, ‘ফেরদৌস হাসান ভাইয়ের নির্দেশনায় এর আগেও শিমুর সাথে নাটকে অভিনয় করেছি। তবে আগের নাটকগুলোর গল্প বেশ সিরিয়াস ছিল। এবারের নাটকের গল্প রোমান্টিক ও পারিবারিক ঘরানার। যেহেতু আগে তিন-চারটি নাটকে কাজ করেছি শিমুর সাথে। এ কারণে তার সাথে কাজের বোঝাপড়াটা বেশ ভালো আমার। দু’জনই বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করি। আর ফেরদৌস হাসান ভাই এ দেশের প্রখ্যাত একজন নাট্যকার এবং পরিচালক। তার নাটকে কাজ করার জন্য শিল্পীরা সবসময়ই আগ্রহ প্রকাশ করেন। তিনি অনেক যতœ নিয়ে নির্মাণ করেন। সবচেয়ে বড় কথা তার নির্দেশনায় কাজ করতে হলে স্ক্রিপ্ট বেশ ভালোভাবে পড়ে তারপর কাজ করতে হয়। একজন শিল্পী এমন নির্মাতার নির্দেশনায় কাজ করতে পারার মধ্য দিয়ে নিজেকে অভিনয়ে আরো সমৃদ্ধ করতে পারে।’ এ দিকে আগামী ২৪ জুলাই ইমন আমেরিকা যাবেন। সেখানে একটি স্টেটের মেয়র কর্তৃক সম্মাননা গ্রহণ করবেন বলে জানান তিনি। এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন এস আই টুটুল, মৌসুমী বড়–য়া, আরিফিন শুভসহ আরো বেশ ক’জন তারকা। আগামী ঈদের জন্য আমেরিকা যাওয়ার আগে তিনি হিরোর নির্দেশনায় আনিকা কবির শখের বিপরীতেও একটি নাটকে অভিনয় করবেন। সুমাইয়া শিমুকে এবারের ঈদে কয়েকটি নাটকে অভিনয়ে দেখা যাবে। ফেরদৌস হাসানের নির্দেশনায় শিমু ও ইমন ‘লাল পলাশের ফুল’, ‘স্বরে-অ’, ‘সেলফি’ নাটকে অভিনয় করেছিলেন।

 


আরো সংবাদ



premium cement
বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল?

সকল