০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ঢামেক করোনা ইউনিটে পাঁচদিনে ৭৫ মৃত্যু

ঢামেক করোনা ইউনিটে পাঁচদিনে ৭৫ মৃত্যু - ছবি : সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ৫ দিনে ৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিল ১৭ পুরুষ ও ৪ নারীসহ মোট ২১ জনের। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢামেক হাসপাতালে গত ২ মে থেকে ১১ জুলাই পর্যন্ত করোনা ইউনিটে ১ হাজার ৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ২৫০ জনই করোনায় আক্রান্ত ছিলেন।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর শনিবার বিকালে এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ দিনে করোনা ইউনিট ৭৫ জন মারা গেছেন। আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিট সহ ৩ টি ইউনিট চালু করা হয়েছে । এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘন্টাই খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন হচ্ছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দেয়া হচ্ছে।

তিনি বলেন, যারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ পরিবার ও স্বজনের কাছে প্রর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশ করোনা বিধিমোতাবেক তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে


আরো সংবাদ



premium cement