২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
সুমন আমীন

ডাস্টবিন

-

নগর পিতার কুম্ভকর্ণ ঘুম
ডাস্টবিনে জমেছে ময়লার স্তূপ
বাতাসে অসহ্য পচা দুর্গন্ধের রেশ
শহরের গিনিপিগ মানুষেরা তাই
নাক চেপে পথ চলে যায়!

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এ উর্বর বদ্বীপে ও
বিবেকের বেশুমার মহামারী আর
পথে ঘাটে হেঁটে চলে মৃত মগজের লাশ।

আজ ক্ষমতার পদতলে নীতি বিসর্জন দিয়ে
শত শত বুদ্ধি কারবারি শুষে পদ ও পদবি;

চার পাশে এতসব পচন পতন দেখে
ঈষপের নীতি বাক্য ডেকে যায় শুধু নাগরিক কাক
এ দেশে বুদ্ধিজীবী দেখলে চেপে ধরতে হয় নাক!


আরো সংবাদ



premium cement