Naya Diganta
সুমন আমীন

ডাস্টবিন

সুমন আমীন

নগর পিতার কুম্ভকর্ণ ঘুম
ডাস্টবিনে জমেছে ময়লার স্তূপ
বাতাসে অসহ্য পচা দুর্গন্ধের রেশ
শহরের গিনিপিগ মানুষেরা তাই
নাক চেপে পথ চলে যায়!

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এ উর্বর বদ্বীপে ও
বিবেকের বেশুমার মহামারী আর
পথে ঘাটে হেঁটে চলে মৃত মগজের লাশ।

আজ ক্ষমতার পদতলে নীতি বিসর্জন দিয়ে
শত শত বুদ্ধি কারবারি শুষে পদ ও পদবি;

চার পাশে এতসব পচন পতন দেখে
ঈষপের নীতি বাক্য ডেকে যায় শুধু নাগরিক কাক
এ দেশে বুদ্ধিজীবী দেখলে চেপে ধরতে হয় নাক!