০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


নদীমুখী অন্তর্স্রোত

-


নদী খুঁড়তে খুঁড়তে বৃষ্টির মতো নেমে যাচ্ছি নিচে,
আমার জলমুখী মনে ক্রমশ সরে যাচ্ছে আস্তরণ।
কোথায় সাগর? কোথায় সাগর? করে কেটেছে দিন মরুতে।
কখনো নরম-কোমল মাটির সঙ্গে করেনি করমর্দন আশ্লেষে ;
এবার শুদ্ধ কোদালের ফলায় হবে এক শুভ উদ্বোধন।
মৃৎঘাতী নদীরা অবশ্য নিজেরাই গতর দিয়ে সরিয়ে নেয় সব,
জলের তোড়ে করে চলে দস্যুবৃত্তি।
তীরভাঙা শব্দরা নদীর বয়োসন্ধিকালের তীব্র এক উপস্থাপন ;
কখনো ইশৎ রঙে রাঙিয়ে দেয় ‘ঢেউ নূপুর’এর মন।
তবে সত্যি কথা বলতে কি আমি নিজেই কখনো নদীর মিনতি রাখিনি।
দুর ছাই সব জীবনের মূল্যবোধ ;
পেখম তোলা ময়ূরের মতো সব ইচ্ছারা এবার মেলেছে ডানা।
তোমার সাগর-সদৃশ চোখের সন্ধানে তাই বয়ে যাওয়া পথ চলা।
প্রিয় বন্ধু নদীই এসে ধরা দিক আজ আমার উঠোনে।
তুমি ছলাৎছলাৎ নৃত্য করতে করতে যেখানে কাটাবে তোমার সারাবেলা।

 


আরো সংবাদ



premium cement

সকল