Naya Diganta

নদীমুখী অন্তর্স্রোত


নদী খুঁড়তে খুঁড়তে বৃষ্টির মতো নেমে যাচ্ছি নিচে,
আমার জলমুখী মনে ক্রমশ সরে যাচ্ছে আস্তরণ।
কোথায় সাগর? কোথায় সাগর? করে কেটেছে দিন মরুতে।
কখনো নরম-কোমল মাটির সঙ্গে করেনি করমর্দন আশ্লেষে ;
এবার শুদ্ধ কোদালের ফলায় হবে এক শুভ উদ্বোধন।
মৃৎঘাতী নদীরা অবশ্য নিজেরাই গতর দিয়ে সরিয়ে নেয় সব,
জলের তোড়ে করে চলে দস্যুবৃত্তি।
তীরভাঙা শব্দরা নদীর বয়োসন্ধিকালের তীব্র এক উপস্থাপন ;
কখনো ইশৎ রঙে রাঙিয়ে দেয় ‘ঢেউ নূপুর’এর মন।
তবে সত্যি কথা বলতে কি আমি নিজেই কখনো নদীর মিনতি রাখিনি।
দুর ছাই সব জীবনের মূল্যবোধ ;
পেখম তোলা ময়ূরের মতো সব ইচ্ছারা এবার মেলেছে ডানা।
তোমার সাগর-সদৃশ চোখের সন্ধানে তাই বয়ে যাওয়া পথ চলা।
প্রিয় বন্ধু নদীই এসে ধরা দিক আজ আমার উঠোনে।
তুমি ছলাৎছলাৎ নৃত্য করতে করতে যেখানে কাটাবে তোমার সারাবেলা।