২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


জনতাও কবিতা পড়ে

-


(আমাদের গল্পকার দেওয়ান মোহাম্মাদ শামসুজ্জামানকে)

একটি কবিতা তোমার জন্য। আরেকটি দেবো কাকে?
মন বলল অগণন জনতাকে।
জনগণ কি কবিতা পড়ে? সংশয় হৃদয়ের ঘরে।
প্রশ্নের ফাপড়ে মন জানালÑপড়ে।
যদি সে কবিতায় থাকে তার বেদনা টানটান
যদি সেটা হয় চেতনার অবিকল অবরুদ্ধ গানÑ
যাপিত জীবনের উদার কলস্বরে
যদি সে কবিতা তাকে দোলায়িত করে-বিদ্রোহ বিপ্লবের ঝড়ে।

 


আরো সংবাদ



premium cement