০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


জীবন ও মৃত্যুর গল্প

-

এসো সমবেত হই উজ্জ্বল সবুজ ঘাসের উঠোনে
যেখানে জীবন হেসে হেসে জানান দেয়
নিজেদের স্বতেজ অস্তিত্ব।
মৃত্যু দ্বিধা নিয়ে পা পা করে এগোয়
অতি সাবধানে
ও জানে এখানে যুদ্ধ আছে যৌবনের দোলে
প্রতিদিনের সংগ্রাম আছে
যেন পিন খোলা গ্রেনেড, হাতের তালু বন্দী মৃত্যু
নিজের ইচ্ছায় নিয়ন্ত্রিত।

এসো সমবেত হই
স্বচ্ছ ঝর্ণা আর পাহাড়ের উচ্চতায়
পৃথিবী যেখান থেকে দেখা যায়
তার নিজের ভাবের সাথে
এখানে মৌনতা মাথা কুটে মরে।

বহুক্ষণের আশার সমাহার
একটি ক্ষণের জন্য কিভাবে থমকে যায়,
মৃত্যুতো একটি ক্ষণের রোকন মাত্র।

 

 

 


আরো সংবাদ



premium cement