২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


প্রশ্নোত্তর

-

প্রশ্ন : আমি আমার কিছু কাজের জন্য ইতিকাফ মানত করেছিলাম তিন দিন কিন্তু আমি সেটি পূরণ করতে পারছি না...। এখন এর বদলে আমি কী করলে এই তিন দিনের ইতিকাফের মানত আদায় হবে?
উত্তর : মানত পূরণ অসম্ভব হয়ে গেলে তার কাফফারা দিতে হবে। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘মানতের কাফফারা হলো শপথের কাফফারা (মুসলিম-১৬৪৫)। কাফফারা হলো- ১০ জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাইয়ে দেয়া অথবা ১০ জন মিসকিনকে একজোড়া করে কাপড় প্রদান করা। অথবা গোলাম আজাদ করা। অথবা উপরোক্ত কোনো সাধ্য না থাকলে তিন দিন রোজা রাখা। তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেসবের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন। এরপর এর কাফফারা ১০ জন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান, যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও বা তাদেরকে বস্ত্রদান কিংবা একজন দাস মুক্তি এবং যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন সিয়াম পালন। তোমরা শপথ করলে এটিই তোমাদের শপথের কাফফারা, তোমরা তোমাদের শপথ রক্ষা করো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
-ফতোয়া বিভাগ, আস-স্ন্নুাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement