১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

কদমতলীতে ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মুত্যু

কদমতলীতে ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মুত্যু -

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে একজন কেয়ারটেকার মারা গেছে।

সোমবার সকাল সাড় ৯টার দিকে কদমতলী থানার শনিরআখড়া জাপানী বাজার ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত শহিদুল ইসলাম ওরফে শহিদ শিকদার (৪৯) পটুয়াখালী জেলার বাউফল থানার কোটপাড় কালাইয়া গ্রামের জব্বার সিকদারের ছেলে। তার স্ত্রী ও ছেলে-মেয়ে গ্রামে থাকে। এক বছর ধরে শনির আখড়ার ওই ভবনে কাজ করছিলেন শহিদুল।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করে জানান, মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো: মিজানুর রহমান জানান, সকালে শহিদুল ভবনের পাঁচ তলার ছাদে পানি দিচ্ছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।

ওসি মো: বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement