৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে প্রতারাণার অভিযোগ, যুবক গ্রেফতার

- ছবি- নয়া দিগন্ত

টাঙ্গাইলে করোনাভাইরাসের টিকা নেয়ার নিবন্ধনের কাজে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার নগর জালফৈ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম সাব্বির হোসেন ওরফে রুবেল (৩১)। তিনি নগর জালফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো: এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট অ্যান্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি চলমান মহামারী কোভিড-১৯ করোনা টিকা নেয়ার নিবন্ধন করে দেয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। নিবন্ধনের জন্য প্রতিজনের কাছ থেকে তিনি এক হাজার ৫০০ টাকা থেকে দু’হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন।

এভাবে প্রতারণার বিষয়টি সাব্বির স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব। এএসপি এরশাদুর রহমান আরো জানান, প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement