০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


মা-ছেলেকে পিটিয়ে আহত : গ্রাম্য সালিশে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

-

মুন্সীগঞ্জে গজারিয়ায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ও স্কুল পড়ুয়া ছেলেদের মারামারিকে কেন্দ্র করে হামলার ঘটনায় সাড়ে ছয় লাখ টাকা জরিমানার রায় দিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুতালেব ভুইয়াসহ স্থানীয় মাতব্বর বা শালিসগণ। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে। মার ধর করাটা যেমন গুরতর অন্যায় তেমনি বিচারে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ধার্যক রাও আরেকটা অন্যায় বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় গজারিয়া থানায় মামলা চলমান।

সাড়ে ৬ লাখ টাকার জরিমানা থেকে নগদ ৫০হাজার টাকা আদায় করা হয়েছে। এই জরিমানার টাকাটা এখন পর্যন্ত বাদী পক্ষকে দেয়া হয়নি। সালিশ বৈঠকের সভাপতির কাছে জিম্মায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন গজারিয়া ইউপি চেয়ারম্যান। গ্রাম্য সালিশ বা ইউনিয়ন পরিষদের বিচারে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা ও ৬ মাসের জেল দেয়ার বিধানের কথা স্বীকার করেন গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভুইয়া। সাড়ে ৬ লাখ টাকা জরিমানার বিষয়ে তিনি বলেন, এটা মা ছেলের চিকিৎসা খরচসহ ধার্য করা হয়েছে।

জানা যায়, গত ৩ এপ্রিল বিকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে বাদী বিবাদীর ছেলেদের মারামারিকে কেন্দ্র করে পরবর্তীতে বাদী পক্ষের হামলায় আকলিমা ও তার ছেলে সাইদ গুরুতর আহত হয়। ১১ দিন চিকিৎসার পরে আকলিমার দুটি গুরুত্বপূর্ণ অপারেশন হয়েছে। এখনো আশংকা মুক্ত নন তিনি।

আহত আকলিমার বোন বাদী কাজল জানান, আক্তারের ছেলে আমার বোনের ছেলের প্যান্ট খুলে ফেলায় আমার বোনের ছেলে আক্তারের ছেলেকে থাপ্পড় দেয়। পরবর্তীতে আক্তারের লোকজন এসে আমার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাথারি মারতে থাকে। ঘটনা শুনে আমার বোন আকলিমা দৌড়ে গিয়ে ছেলেকে বাঁচাতে গেলে তার উপরও হামলা করে। এমনকি জুইত্তা নিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। স্থানীয়রা উদ্ধার না করলে আমার বোন বা বোনের ছেলে সেই দিন মার্ডার হতো। বিবাদী আক্তার আমাদের জায়গায় ওয়াল দিয়েছিল। সেই ওয়াল বিচার সালিশের মাধ্যমে ভেঙ্গে দেয়া হয়। সেই থেকে আমাদের সাথে তার বিরোধ চলে আসছি।

কাজল আরো জানান, মোসাঃ আকলিমার পরিবারের লোকজনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী হানিফ মেম্বারের কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে হানিফ মেম্বার ও তার দুই ছেলে আক্তার, হাসান, আক্তারের স্ত্রী সোহাগীসহ ১০ জনের হামলার শিকার হন মা ও ছেলে। এক তরফা দুইজনকে মেরে গুরতর আহত হন আকলিমা ও তার ছেলে। এ সময় আকলিমার ডান হাত ভেঙ্গে যায়। এর মধ্যে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল ও ধানমন্ডি নিউ লাইফ হসপিটালে আকলিমাকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ নিয়ে আকলিমার ছোট বোন কাজল আক্তার গত ৪ এপ্রিল হানিফ মেম্বার সহ ১০জনকে অভিযুক্ত করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে থানা পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায় অভিযুক্ত আসামীগন।

এ ঘটনায় গত মঙ্গলবার (২৬ মে) সকালে উভয় পক্ষকে নিয়ে ওই বড় রায়পাড়া হাই স্কুল মাঠে সালিশি বৈঠকে বসেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভুইয়া। এ সময় সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (সাবেক) চেয়ারম্যান বশির উদ্দিন। বৈঠকে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মান্নান সরকার, সাবেক হাসেম মেম্বার, নোয়াব মেম্বার, সাবেক মাহফুজ মেম্বার, সাবেক আরাফাত আলী মেম্বার, বিল্লাল মেম্বার, সালাউদ্দিন মেম্বার, মুক্তার মেম্বার, রিপন মেম্বার, ইস্রাফিল মেম্বার। সেখানে অভিযুক্ত হানিফ মেম্বারকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করে সালিশের মীমাংসা দেয়া হয়।

এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব জানান, তিনি ওখানে চেয়ারম্যান হিসেবে বিচারে যাননি। তিনি একজন শালিস হিসেবে উভয় পক্ষের সম্মতিতে গেছেন। উপস্থিত শালিসগণের সম্মতিতেই আহতদের চিকিৎসা বাবদ সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বিচার কার্যক্রমের সভাপতি যদি কনসিডার করতে চায় সেটা তার উপর ভার দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী জানান, গ্রাম্য আদালত এবং গ্রাম্য সালিশ এক বিষয় না। গ্রাম্য সালিশে এত টাকা জরিমানা করার বিধান নেই।

 

 


আরো সংবাদ



premium cement
দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, তারপরও লোডশেডিং বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল দোয়ারাবাজারে কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যা, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবাহনীর ২২তম শিরোপা

সকল