০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ঢাকা থেকে রাজবাড়ী চলে আসা পুলিশ সদস্যের করোনা পজিটিভ স্ত্রী স্বামীসহ আইসোলেশনে

স্বামীসহ পুলিশ সদস্যের স্ত্রীকে রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি রাজবাড়ী চলে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্যের স্ত্রীকে (৩৪) আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে আইসোলেশনে রাখা হয়েছে ওই পুলিশ সদস্যকেও।

আজ বুধবার দুপুরে তাদেরকে রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। একই সাথে সদর উপজেলার দুটি গ্রাম লকডাউন করে দিয়েছে প্রশাসন।

করোনা শনাক্ত ওই নারীর একটি সন্তান রয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকা মেট্রোপলিটনের পুলিশের সদস্য ও জেলার পাংশার স্থায়ী বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রীর কয়েকদিন আগে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যাথা থাকায় এর নমুনা আইইসিডিআরে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ ধরা পরায় স্ত্রী ও পুলিশ সদস্য হতাশ হয়ে পড়েন। পরে অসুস্থ স্ত্রীর অনুরোধে মঙ্গলবার রাতেই অ্যাম্বুলেন্সে স্ত্রীকে রাজবাড়ী সদরের তার বাবার বাড়িতে নিয়ে আসেন। এখবর ছড়িয়ে পড়লে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ রাতেই বাড়িটি ঘিরে রাখে।

আজ বুধবার দুপুরে করোনার রোগী ওই নারীকে তার পুলিশ সদস্য স্বামীসহ হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয় এবং ওই এলাকার দুটি গ্রাম লকডাউন করে পুলিশ পাহারা বসায় প্রশাসন।

রাজবাড়ী সদর থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার জানান, করোনা পজিটিভ ওই নারী ও তার স্বামী গতরাতেই দুটি গ্রামের কয়েকজনের সাথে মেলামেশা করায় চারটি বাড়ি শনাক্ত করে দুটি গ্রামের পুরো এলাকা বুধবার দুপুর থেকে লকডাউন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement