২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ধামরাইয়ে মহান বিজয় দিবস পালিত, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

ধামরাইয়ে মহান বিজয় দিবস পালিত, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা - নয়া দিগন্ত

ধামরাই উপজেলায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ সোমবার ধামরাই উপজেলা প্রশাসন থেকে রাত ১২-১মিনিটে ৩১ বার তোপধবনি ও স্থানীয় স্মৃতিসৌধে পুস্প স্তবকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬টায় সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উওোলন করা হয়।

ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র –ছাত্রীরা ও আইন শৃংখলা বাহিনী মার্চ-পাস্ট ও ডিসপ্লে প্রদর্শন হয়। ১০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সন্মানী প্রদান ও পাচঁশত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে ধামরাই নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-স্থানীয় এমপি ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমদ ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,ধামরাই মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রহমান খান, ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন, সিরাজ উদ্দিন,ওসি দীপক চন্দ্র সাহা, ধামরাই সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার , কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, আ’লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ।

এদিকে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালায় মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করে।


আরো সংবাদ



premium cement