২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


না’গঞ্জে ৯ জামায়াত নেতা জেলগেটে আটক : ৮ ঘণ্টা পর মুক্তি

-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ জামায়াতের ৯ নেতাকর্মীকে ৮ ঘন্টা থানায় বসিয়ে রেখে অবশেষে মুক্তি দিয়েছেন ফতুল্লা থানা পুলিশ। সোমবার এ ঘটনা ঘটে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়।

এর আগে সকালে এই ৯ নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর পরেই সকাল ১০ টায় জেল গেট থেকে এই ৯ জনকে আটক করে ফতুল্লা থানায় নিয়ে আসে পুলিশ। এর পর থেকেই তাদের থানায় বসিয়ে রাখে পুলিশ। বিকাল ৫ টায় ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের ফিরে এসে তাদের ছেড়ে দেন।

আটক কৃতরা হচ্ছেন, মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ (৮০), মো. রাশেদ ব্যাপারী (৭০), আলমগীর বাহার (৫৫), মো. আল আমিন (৪২), শহিদুল ইসলাম পিন্টু (৪৮), আনোয়ার হোসেন (৪৫), হারুন অর রশিদ (২৭), জাকির হোসেন (৫৫)।

গত ১৯ অক্টোবর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর বাসা থকে তাদের আটক করে পুলিশ। ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরো উদ্ধার করার দাবি করে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে গতকাল তারা মুক্তি পান। এর পরেই তাদের ধরে নিয়ে থানায় বসিয়ে রাখে পুলিশ।

আটক হওয়ার আগে নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ সাম্প্রতিক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এবং মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান এর আটক হওয়ার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেন।


আরো সংবাদ



premium cement
মারকাযুদ দিরাসার সবক উদ্বোধন করবেন বাইতুল মোকারমের খতিব যুক্তরাষ্ট্রে গুলিতে ২ বাংলাদেশী নিহত ভারতের বিশ্বকাপজয়ী কোচ এবার পাকিস্তানে ইউরোপে চীনের গুপ্তচরবৃত্তি বাড়ার অভিযোগ ফিলিপাইনে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিতের ঘোষণা বিএনপি গরিবের পাশে দাঁড়ায় আর আ’লীগ সরকারি ত্রাণ চুরি করে : ইশরাক চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস সেন্ট লুইসে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে আটক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন গাজা বিষয়ক সম্মেলনে আতিথেয়তা করবে সৌদি আরব চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড শ্রীনগরে নাতিকে মাদরাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সকল