০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ভু টা নে র লো ক কা হি নী

মিমি হেলে হেলে

-

(গত দিনের পর)

এদিকে বৃদ্ধ মিমি হেলে হেলেও মহা খুশি। তিনি ভাবতে লাগলেন, এমন সপ্রতিভ, সরল ও নিষ্পাপ একটি জন্তু এখন আমার। একান্তই আমার ভেড়া এটি। আর কারো নয়। আহ্, কতই না সৌভাগ্যবান আমি। ঠিকই মনে রাখার মতো একটি দিন আজ। জীবনটা কত মধুর, কী আর বলি হে! আমার যে নাচতে ইচ্ছে করছে। মিমি খুশি মনে আবার হাঁটতে লাগলেন বাড়ির পথে।
পথে যেতে যেতে তার সাথে দেখা হয় এক ছাগলওয়ালার। ছাগলটি নিয়ে তিনিও হাটে যাচ্ছিলেন। বৃদ্ধ মিমিকে দেখে বললেন, কি হে মিমি হেলে হেলে? কই পেলে এমন সুন্দর তরতাজা ভেড়া?
মিমি বললেন, গিয়েছিলাম পাহাড়ে মাটি খুঁড়তে। সেখানে মাটি খুঁড়ে পেলাম এক অমূল্য রতœ, ফিরোজা। ফিরোজাটি দিয়ে পেয়েছিলাম একটি তাজি ঘোড়া। ঘোড়াটি দিয়ে পেয়েছিলাম একটি গরু। আর এখন সেই গরুটি বদল করে পেলাম এই সুন্দর নিষ্পাপ ভেড়াটি। দেখো, এমন সরল, চপলা ভেড়া এই ধরাধামে আর একটিও পাবে না তুমি? কী সুন্দর, না? তবে, তুমি চাইলে এই ভেড়াটি নিয়ে তোমার ওই ছাগলটি আমায় দিয়ে দিতে পারো। ভেবে দেখো, এমন সরল ও চপলা প্রাণী আর কোথাও পাবে না তুমি। (চলবে)


আরো সংবাদ



premium cement