০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)

এ সময় চোখ রগড়াতে রগড়াতে বেন্টদের সমবয়সী এক কিশোর এসে ওদের সামনে দাঁড়াল। মাঝ রাতে বাড়িতে হইচই হচ্ছে কেনো তা বুঝতে না পেরে বোকার মতো এক এক করে সে সবার দিকে তাকাতে লাগলো।
মা বললেন, এই যে তোর ভাই উলাভ এসে গেছে। তোদের জন্য অপেক্ষা করছি, হঠাৎ দেখি উলাভ এসে হাজিরÑ একাকী। তোর খবর কী জিজ্ঞেস করায় বলেছে স্টেশনে নেমে প্রায় আধঘণ্টা তোকে উলাভ খুঁজেছে। কিন্তু কোথাও তোকে দেখতে পায়নি।
কী আর করা! পরে বেচারা সাহস করে ট্রামে চড়ে চলে এসেছে।
বাবা বললেন, আমরা ভেবেছিলাম সন্ধ্যার ভেতরই তুমি চলে আসবে। রাত এগারোটায়ও যখন তুমি ফিরে এলে না তখন রেডিওতে হারানো বিজ্ঞপ্তি প্রচার করিয়েছি, যা-হোক, তাও ভালোয় ভালোয় ফিরে এসেছ। কিন্তু এ ছেলেটির ব্যাপারটা বুঝতে পারছি না। (চলবে)


আরো সংবাদ



premium cement