২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
চি লি র রূ প ক থা

লা ক্যালকোনা

-

(গত দিনের পর)
বাড়ির গা ঘেঁষে যে পাহাড়, সেখানে একটি কুঠুরি আছে ক্যালকোনার। সেই কুঠুরিতে আছে তার মন্ত্রপুতা হাঁড়ি ও কলসি। একেকটা কলসিতে একেক ধরনের ওষুধ। বিভিন্ন গাছ-গাছড়া দিয়ে তৈরি পাউডার, মলম বা গন্ধমাখা তেল। আসলে ওই বাড়িটির গৃহিণী ক্যালকোনা কোনো মানুষ নয়, সে এক ডাইনি। কেউ জানে না যে রাতের আঁধারে ক্যালকোনা পশু অথবা পাখি হয়ে বাড়ির বের হয়। কোনো কোনো রাতে সে ভেড়া হয়। কোনো কোনো রাতে হয় শেয়াল, না হয় ভালুক হয়ে যায়। আবার কোনো কোনো রাতে সে হয়ে যায় এন্ডিয়েন কন্ডর পাখি।
যে গ্রামটির কথা বলছি, সেটি কিন্তু আমাদের এই উপমহাদের কোনো গ্রাম নয়। চিলি নামের একটি দেশ আছে দক্ষিণ আমেরিকায়। সেই দেশেরই একটি গ্রাম। প্রশান্ত মহাসাগরের কোলঘেঁষা লম্বা একটি দেশ এই চিলি। একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে আন্দিস পর্বতমালা। এর ঠিক মাঝখানে অনেক অনেক লম্বা, চিকন একটি দেশ চিলি। খুবই শান্তিপ্রিয় দেশ। মানুষগুলোর অধিকাংশই শহরে বাস করে। সবাই বেশ সচ্ছল। মাথাপিছু আয়ও তাদের অনেক। সম্পদের কমতি নেই দেশটিতে। (চলবে)


আরো সংবাদ



premium cement