২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়ার রূ প ক থা

ছোট্ট কুঁড়ের আট বাসিন্দা

-

(গত দিনের পর)
Ñ আমি ঘাসফড়িং। এসো বাছা। মন চাইলে আমাদের সাথে তুমিও থাকো।
ঘটনার এখানেই শেষ নয়। কোত্থেকে যেন একটা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর করতে করতে এসে এখানটায় হাজির হয়। বনবাদাড়ের মধ্যিখানে এমন সুন্দর সাজানো গোছানো একখানা কুঁড়েঘর দেখে সে অবাক। আশ্চর্য ব্যাপার তো। তার ভীষণ কৌতূহল হয়। থপথপ করে এগিয়ে যায় সে। ঘরের দরজায় জোরেশোরে থাবড়া দিয়ে বলে,
Ñ ওহে, ভেতরে কে আছো? দরজাটা একটু খোলোই না বাছা। একটু জিরিয়ে নিই। কে আছো?
ভেতর থেকে জবাব আসে,
Ñ আমি ছোট্ট মাছি।
Ñ আমি ঘাসফড়িং।
Ñ আমি মেঠো ইঁদুর। তা তুমি কে? কী তোমার পরিচয়? খুলে মেলে বলো দিকিনি বাছা!
ব্যাঙ তাদের কথা শুনে আশ্বস্ত হয়। বলে,
Ñ আমি হলাম গিয়ে তোমার ঘড়ঘড়ানো ব্যাঙ।
Ñ বেশ তো, আমাদের সাথে তুমিও বসবাস করবে। এসে পড়ো। ঢোকো ঘরের ভেতরে। সবাই মিলে আমরা মিলেজুলে থাকি, এসো।
ব্যাঙ খুশি। এখানে তাহলে একটু জিরিয়ে নিতে পারবে স্বচ্ছন্দে। বাইরে ক্যাটক্যাটে রোদে জান যাওয়ার জোগাড়। সুড়–ৎ করে সে ঢুকে পড়ে।
সব্বাই মিলে বেশ আছে। একসাথে খায়দায়, ফুর্তি করে। (চলবে)


আরো সংবাদ



premium cement