৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জা পা নে র রূ প ক থা জিব কাটা ময়না

-

(গত দিনের পর)

ময়না পাখিটা আমাদের যা দিয়েছে, বাকিটা জীবন আমরা এই নিয়ে সুখেই কাটাতে পারব। আর কী চাই? বুড়ির কেন যে এত খায়েশ!’
পরদিন সকালে ঘুম থেকে উঠেই বুড়ি তড়িঘড়ি শুরু করে দেয়। সে যাবে। ময়নার বাড়ি সে নিজেই যাবে। যেয়ে ওই বড় বাক্সটা নিয়ে আসবে। বুুড়োকে জিজ্ঞেস করে, ‘বলো, কোন পথ ধরে তুমি ময়নার বাড়ি খুঁজে পেয়েছ? এত আদরযতœ করে পাখিটারে পুষেছি আমরা। আর সেই পাখিটা কিনা আমাদের ঠকাল। বড় বাক্সটি রেখে সে কিনা ছোটটি দিলো। কী বজ্জাত পাখি! এবার আমি নিজে গিয়ে বড়টি নিয়ে আসব।’
বুড়ির এত পীড়াপীড়িতে বুড়োর আর কোনো উপায় ছিল না। সে পাখিটির বাড়ি যাওয়ার পথ বলে দেয়। প্রথমে বুড়ো তাকে অনেক অনুরোধ করে। বলে, ‘তুমি যেও না। কত নিষ্ঠুর আচরণই না করেছ তুমি। এর পর কোন মুখে তুমি ওই পাখির কাছে যাবে?’
কিন্তু কে শোনে কার কথা। এতসব শোনার সময় নেই বুড়ির। তার মন পড়ে আছে বড় গয়নার বাক্সটির কাছে। তার একটাই চিন্তা, কী করে সে বড় বাক্সটা নাগালে পাবে। (চলবে)


আরো সংবাদ



premium cement