০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


দেশের জন্য ত্যাগ করতে পেরে তাসকিনের গর্ববোধ

- ছবি : ইন্টারনেট

যেখানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আমাদের প্রতিনিধি সংখ্যা হাতেগোনা, সেখানে বারবার প্রস্তাব পেয়েও যাওয়া হচ্ছে না তাসকিন আহমেদের। আইপিএল, পিএসএলের এবার ইংলিশ কাউন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েও যাওয়া হচ্ছে না তার। এবারো তাকে অনাপত্তিপত্র দিচ্ছে না বিসিবি।

বুধবার (৭জুন) গণমাধ্যমের সাথে আলাপকালে অনাপত্তিপত্র না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন তাসকিন।

সম্প্রতি টাইগারদের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন এখন কাজ করেন ইয়র্কশায়ারের কোচ হিসেবে। তার মাধ্যমেই কাউন্টি ক্রিকেট থেকে ডাক পান তাসকিন। কিন্তু বোর্ড এই দফায়ও তাকে ছাড়েনি। যদিও কারণটা যুক্তিগত, বিশ্বকাপে ফিট তাসকিনকে চায় বিসিবি।

দেশের জন্য ত্যাগ করতে পেরে তাসকিন গর্ববোধ করলেও কখনো কখনো বিষয়টা যে মন খারাপের কারণ হয়, তা গোপন করেননি তাসকিন।

তাসকিন বলেন, একজন খেলোয়াড় হিসেবে লিগ খেলতে কে না চায়? আবার এটাও চিন্তা করতে হবে জাতীয় দলের খেলার সময় কিভাবে যাই! তবে ফ্রি টাইমে যখন খেলা না থাকে তখন যেতে না পারলে একটু খারাপ লাগে। আশা করছি সামনে সুযোগ আসবে।’

তবে বিষয়টা পজিটিভভাবেই নিয়েছেন তাসকিন আহমেদ। তাকে নিরাপদ ও ফিট রাখতে বিসিবির আন্তরিকতায় কৃতজ্ঞ এই পেসার। বললেন বিষয়টায় গর্ববোধ করেন তিনি।

এই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ক্রিকেট বোর্ড যে আমার প্রতি এতো যত্নবান এটা ভালো লাগে। ভাগ্যের বিষয় যে একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কথা চিন্তা করে তারা আমাকে নিরাপদ রাখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক গর্বের, একজন খেলোয়াড় হিসেবে।'

এদিকে বারবার তাসকিনকে অনাপত্তিপত্র না দেয়ায় তাকে বিসিবি থেকে ক্ষতিপূরণ দেয়া হবে কিনা, এমন প্রশ্ন করা হয়।

বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি স্পষ্ট করে বলেন, ‘জাতীয় দলের উর্ধ্বে কিছু নাই, এটা মাথায় রাখতে হবে। এটা তাসকিনও জানে। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে। আর আমরা তাকে কি দিয়েছি না কি দিই নাই, এটা আমরা প্রকাশ করতে চাই না। সেটা আমাদের মধ্যে নিজস্ব ব্যাপার।’


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে ২ কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর আপ লাইন চালু ফের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার

সকল