১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় ভোগান্তি যাত্রীদের - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের সিডিউল বিপর্যয় ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (৪ মে) এ ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা অভিমুখে আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ৪০ মিনিট। সিউিল বিপর্যয়ের কারণে সেই ট্রেনটি শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে গেছে। নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা পর ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে নিজ গন্তব্যের উদ্দেশে।

শুধু আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসই নয়, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় সবগুলো ট্রেনই শনিবার দুই থেকে সর্বোচ্চ ছয় ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করেছে।

শুক্রবার (৩ মে) গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ভেঙে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের টাইম শিডিউল। দুর্ঘটনার পর বড় ধরণের প্রভাব না পড়লেও শনিবার ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের। তাপদাহের কারণে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় প্রায় মাসখানেক থেকে ধীর গতিতে চলছিল পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ট্রেন। ফলে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ছাড়তে পারছিল না। এতে গন্তব্যে পৌঁছাতেও বিলম্ব হচ্ছিল। তার ওপর শুক্রবার গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধারকাজ চলার কারণে আরো বিলম্বে চলাচল করছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেন। এরই প্রেক্ষিতে আগের ঘোষণা ছাড়াই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ৬ ঘণ্টা বিলম্বে ছাড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশনে একাধিক যাত্রী জানান, শনিবার সকালে যাত্রা শুরুর মাত্র মিনিট কয়েক আগে তাদের জানানো হয় যে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি কিছুটা বিলম্বে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। কিন্তু ৭টা ৪০ মিনিটের ট্রেন ৬ ঘণ্টা বিলম্বে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বিলম্বিত ট্রেনের কারণে চরম ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। যারা জরুরি কাজে ঢাকা যাচ্ছেন তারা নির্ধারিত সময়ে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া তীব্র গরমে কষ্ট শিকার করেই রোগী ও শিশু ভ্রমণকারীরাও ট্রেনে রওনা হচ্ছেন বলেও জানান তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম গণমাধ্যমকে জানান, গাজীপুরের দুর্ঘটনার কারণে মূলত ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের। ট্রেনের টাইম শিডিউল নিয়ে তারা এখন ভালো অবস্থায় নেই। শনিবার ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ১টা ৪০ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া বনলতা এক্সপ্রেস পৌনে ২ ঘণ্টা বিলম্বে রাজশাহী থেকে ছেড়ে গেছে। পদ্মা এক্সপ্রেসও ৩ থেকে ৪ ঘণ্টা বিলম্ব হতে পারে। এছাড়া শনিবারের রাতের ঢাকামুখী আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের বিষয়টি এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। শিডিউল বিপর্যয় কাটতে রোববার (৫ মে) পর্যন্ত সময় লাগতে পারে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে জানান, গাজীপুরের দুর্ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এখন ট্রেনগুলোর ডে-অফ না এলে এ শিডিউল বিপর্যয় কাটানো যাচ্ছে না। বঙ্গবন্ধু সেতুর কারণেও দেরি হয়ে যাচ্ছে। যেখানে আগে তিনটা ট্রেন রাখা যেত সেখানে এখন একটা রাখা যাচ্ছে। আরেকটা লাইন দিয়ে একটা ট্রেন ছাড়তে হয়। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
স্কুলছাত্র অন্তর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ‘ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গেছে’ এখনো ম্যান সিটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেনি, গার্দিওলার সতর্কবাণী সাউথ পয়েন্টে কারাতে বেল্ট বিতরণ আচরণবিধি ভঙ্গ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে : ইসি আহসান হাবিব গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না মুন্সীগঞ্জের মধ্য কোর্টগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি শীর্ষ সন্ত্রাসী মামুন ঢাকা থেকে গ্রেফতার ছয় আরব দেশকে গাজায় টেনে আনছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে : প্রশ্ন কাদেরের

সকল