২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বিএসপিএ বর্ষসেরা লিটন দাস

বিএসপিএ বর্ষসেরা লিটন দাস। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন লিটন কুমার দাস।

রোববার (২৮ মে) ঢাকার এক অভিজাত হোটেলে বর্ষসেরার পুরস্কার বুঝে নেন এই টাইগার ওপেনার।

পুরষ্কার হাতে অনুভূতি জানাতে গিয়ে লিটন বলেন, এমন পুরষ্কারের ধারা অব্যাহত থাকলে খেলোয়াড়রা পারফর্ম করতে আরো উদ্বুদ্ধ হবেন। ‘পুরস্কার পেয়ে ভালো লাগছে৷ এরকম যদি নিয়মিত পাই বা অন্য কেউ পায়, যারা ভালো পারফর্ম করবে৷ খেলোয়াড়রাও আরো আগ্রহ প্রকাশ করবে, ভালো করার চেষ্টা করবে সবসময়।'

এ সময় নিজের পড়তি ফর্ম নিয়েও চিন্তিত নয় দাবি করে লিটন বলেন, ‘ক্রিকেটে আপনি প্রতিদিন ভালো খেলতে পারবেন না। এক দিন ভালো খেলবেন, খারাপ খেলবেন৷ ওভাবে আমি চিন্তিত নই কোনো কিছু নিয়ে৷ অনুশীলন করব৷ দেখা যাক কি হয়।’

উল্লেখ্য, ২০২২ সালে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন দাস। ছিলেন বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন ফরম্যাট মিলিয়ে ৪২ ইনিংসে ১৯২১ রান করেন তিনি।

এ সময়ে ১৩ ওয়ানডে খেলে ৫২.৪৫ গড়ে করেন ৫৭৭ রান। টেস্ট থেকে ৯ ম্যাচে ৪২ গড়ে সংগ্রহ করেন ৭১৪ রান। আর টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ছিল ২৮.৬৩ গড় আর ১৪০.২০ স্ট্রাইকরেটে ৫৪৪ রান। তিন ফরম্যাটেই যা বাংলাদেশর হয়ে সর্বোচ্চ।


আরো সংবাদ



premium cement