০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে বাংলা টাইগার্সের জয়

সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে বাংলা টাইগার্সের জয়। - ছবি : সংগৃহীত

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল বাংলা টাইগার্স। আবুধাবি টি-১০ লিগের উদ্বোধনী জয় নিয়েই আসর শুরু করল সাকিবের দল। আজ নিউইয়র্ক স্ট্রাইকার্সকে ১৯ রানে হারিয়েছে বাংলাদেশী মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজিটি।

দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে সাকিবের বাংলা টাইগার্স। দলীয় ১৫ রানেই হযরতুল্লাহ জাজাই ও জো ক্লার্ককে হারালেও কলিন মুনরোকে নিয়ে ২৯ বলে ৬৩ রানের জুটি গড়ে তুলেন এভিন লুইস। মুনরো ১৭ বলে ৩০ রান করে আউট হলেও ২২ বলে ৫৮ রান করেন এভিন লুইস।

শেষ দিকে অধিনায়ক সাকিব আল হাসানের অপরাজিত ৬ বলে ঝড়ো ১৪ ও বেন কাটিংয়ের অপরাজিত ৬ বলে ১১ রানে ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স।

জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই সাকিব মাত্র ২ রান দিয়ে ফিরিয়ে দেন মোহাম্মদ ওয়াসিমকে। সাকিবের বোলিং বিভ্রম থেকে বের হতে পারেনি পরের ওভারেও। তৃতীয় ওভারে এসে মাত্র ৫ রান দিয়েছেন সাকিব। অর্থাৎ ২ ওভারে মাত্র ৭ রানে ১ উইকেট তুলে বাংলা টাইগার্সকে জয়ের পথ দেখিয়ে দেন সাকিব।

সাকিবের দেখানো পথে বাকি বোলাররাও দারুণ বল করতে থাকেন। নিয়মিত বিরতিতে তুলে নিতে থাকে নিউইয়র্কের উইকেট। তবে শুরুতে আজম খান আর শেষে কাইরন পোলার্ড ঝড় তুললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়ে সারেনি। ৮ উইকেটে ১১২ রান তুলেই থেমে যায় নিউইয়র্ক স্ট্রাইকার্সের ইনিংস। পোলার্ড ১৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।


আরো সংবাদ



premium cement
`দ্বীন প্রতিষ্ঠায় বালাকোটের চেতনা ধারণ করে জামায়াত এগিয়ে যাবে' মির্জাগঞ্জে ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ঢল খাগড়াছড়ির ৪ উপজেলায় নির্বাচন বুধবার, হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট দেশের সামগ্রিক অর্থনীতিতে চারটি ঘাটতি রয়েছে : ড. দেবপ্রিয় বাল্টিক অঞ্চলের সুরক্ষা মজবুত করছে জার্মানি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অবাক হয়েছে ইসরাইল সোনারগাঁওয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ৬ বিপদে জিম্বাবুয়ে, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কারো মা যেন না হারায় সে জন্য কাজ করবো : স্বাস্থ্যমন্ত্রী কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী

সকল