Naya Diganta

সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে বাংলা টাইগার্সের জয়

সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে বাংলা টাইগার্সের জয়।

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল বাংলা টাইগার্স। আবুধাবি টি-১০ লিগের উদ্বোধনী জয় নিয়েই আসর শুরু করল সাকিবের দল। আজ নিউইয়র্ক স্ট্রাইকার্সকে ১৯ রানে হারিয়েছে বাংলাদেশী মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজিটি।

দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে সাকিবের বাংলা টাইগার্স। দলীয় ১৫ রানেই হযরতুল্লাহ জাজাই ও জো ক্লার্ককে হারালেও কলিন মুনরোকে নিয়ে ২৯ বলে ৬৩ রানের জুটি গড়ে তুলেন এভিন লুইস। মুনরো ১৭ বলে ৩০ রান করে আউট হলেও ২২ বলে ৫৮ রান করেন এভিন লুইস।

শেষ দিকে অধিনায়ক সাকিব আল হাসানের অপরাজিত ৬ বলে ঝড়ো ১৪ ও বেন কাটিংয়ের অপরাজিত ৬ বলে ১১ রানে ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স।

জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই সাকিব মাত্র ২ রান দিয়ে ফিরিয়ে দেন মোহাম্মদ ওয়াসিমকে। সাকিবের বোলিং বিভ্রম থেকে বের হতে পারেনি পরের ওভারেও। তৃতীয় ওভারে এসে মাত্র ৫ রান দিয়েছেন সাকিব। অর্থাৎ ২ ওভারে মাত্র ৭ রানে ১ উইকেট তুলে বাংলা টাইগার্সকে জয়ের পথ দেখিয়ে দেন সাকিব।

সাকিবের দেখানো পথে বাকি বোলাররাও দারুণ বল করতে থাকেন। নিয়মিত বিরতিতে তুলে নিতে থাকে নিউইয়র্কের উইকেট। তবে শুরুতে আজম খান আর শেষে কাইরন পোলার্ড ঝড় তুললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়ে সারেনি। ৮ উইকেটে ১১২ রান তুলেই থেমে যায় নিউইয়র্ক স্ট্রাইকার্সের ইনিংস। পোলার্ড ১৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।