০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ভারতকে জিম্বাবুয়ের হুমকি

জিম্বাবুয়ে ব্যাটার ইনোসেন্ট কায়ার ভিন্ন ধরনের উদযাপন - ছবি - সংগৃহীত

এ সপ্তাহেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে জিম্বাবুয়ে। সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারাবে বলে হুমকি দিয়ে রাখছেন জিম্বাবুয়ে ব্যাটার ইনোসেন্ট কায়া।

সদ্যই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। তাই জিম্বাবুয়ের আত্মবিশ্বাস আকাশ-ছোঁয়া। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে।

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে। দলের ব্যাটার কায়া বলেন, ‘আমরা সিরিজ নিয়ে খুবই এক্সাইটেড। চার-পাঁচ বছর পর ভারতের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। এটি আমাদের জন্য একটি বড় সিরিজ এবং আমরা এটির অপেক্ষা করছি।’

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে কায়া বলেন, ‘সিরিজটি জিম্বাবুয়ের পক্ষে থাকবে। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতবো আমরা।’

সদ্যই বাংলাদেশকে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কায়া। ভারতের বিপক্ষেও আরো একবার জ্বলে উঠতে চান তিনি। সেই সাথে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান কায়া।

তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ স্কোরার হতে চাই এবং সেঞ্চুরি করতে চাই। সোজা কথায় বলতে গেলে, এই সিরিজে শীর্ষ ব্যাটসম্যান হতে রান করতে চাই। এটাই আমার লক্ষ্য।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে একটি সেঞ্চুরিতে ১২৭ রান করেছিলেন কায়া।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, নিশ্চিতভাবেই জয় সবসময় ভালো অনুভূতি। আপনি যদি জিততে থাকেন, তবে আপনার সবসময় ইতিবাচক মানসিকতা থাকবে। তাই বাংলাদেশের বিপক্ষে জয়টা আমাদের জন্য ইতিবাচকই ছিল।’

২০১৬ সালের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে জিম্বাবুয়ে। সর্বশেষ সিরিজে ঘরের মাঠে ভারতের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো জিম্বাবুয়ে।

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে- ২০ ও ২২ আগস্ট। সবগুলো ম্যাচ হবে হারারেতে।


আরো সংবাদ



premium cement
শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর গাজায় অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ সত্ত্বেও সংশয় চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাফাতে ইসরাইলের অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ : জাতিসঙ্ঘ এ সরকারের অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী মে দিবস উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রফতানি বন্ধ টর্পেডো কী কাজে ব্যবহার হয় খাগড়াছড়িতে আগুনে ২৫ দোকান পুড়ে ছাই প্রস্তুত মঞ্চ, নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অজুহাত চলবে না : ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আরো বিমানবন্দর বন্ধ ঘোষণা

সকল