০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রেই ফিরে যাচ্ছেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান - ছবি সংগৃহীত

করোনার প্রায় পুরোটা সময়ই তিনি কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। নিজ পরিবারের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার মাস দুইয়েক দেশে ফিরে ছিলেন। শুরু হয় নতুন করে ক্রিকেটে ফেরার প্রস্তুতি। সেপ্টেম্বরের শুরুর দিকে অনেকটা নিভৃতে বিকেএসপিতে ব্যাট-বলের সাথে বাড়াতে থাকেন সখ্যতা। শ্রীলঙ্কা সফর দিয়েই তিনি ফিরতে পারতেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু লঙ্কা সফর স্থগিত হওয়ায় বিরতি পড়েছে সব কিছুতেই। আর তাই মার্কিন মুলকে নিজ পরিবারের কাছেই চলে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে আগামী ২৯ অক্টোবর মুক্ত হবেন তিনি। এই সময়টা নিজ পরিবারের সাথেই কাটাতে আজ বৃহস্পতিবার রাত ৩.৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন সাকিব। ক্রিকেটে ফেরার লক্ষ্যে ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি।

শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই তার খেলার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই সিরিজকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন সাকিব। বিকিএসপিতে ২৫ দিনের অনুশীলনে সাকিব পাশে পেয়েছেন তার শৈশবের দুই কোচ নাজমুল আবেীন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিনকে। অনুশীলন বলতে গেলে ভালোই হয়েছে। কিন্তু যেটাকে লক্ষ্য সাকিবের দেশে ফেরা, সেটাই ভণ্ডুল হয়ে গেছে।

লঙ্কা সিরিজটি স্থগিত হওয়ায় সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং ওয়ানডে বাকি থাকলেও সেটা নিয়ে আলোচনা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ দুটি আয়োজনের জন্য সময়ই বের করতে পারছে না। বাংলাদেশের পরবর্তী সিরিজ আগামী বছরের জানুয়ারিতে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে সাকিবের।

চলতি মাসের ২৯ অক্টোবরের পর থেকে মুক্ত হবেন তিনি। এরপর তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন দ্রুতই। জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর : ৪৯ লাশ উদ্ধার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় যুবক আটক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক আবেদন কুবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন ডলারের দাম একদিনেই কেন ৭ টাকা বাড়ানো হলো? হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি বন্দরে ২ পোলিং এজেন্ট আটক, যুবকের কারাদণ্ড দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন হয় না : নজরুল ইসলাম মালয়েশিয়ায় কায়েদ ফাউন্ডেশনের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা

সকল