২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মিডিয়াটেকের নতুন চিপসেট উন্মোচন

-

সম্প্র্রতি স্মার্টফোনের নতুন একটি চিপসেট উন্মোচন করেছে মিডিয়াটেক। ডাইমেনসিটি ৯০০০ প্লাস নামক চিপসেটটি কয়েক মাস আগে উন্মোচিত ডাইমেনসিটি ৯০০০ চিপসেটের চেয়ে যা আরো শক্তিশালী। মূলত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ও স্যামসাংয়ের এক্সিনোজ ২২০০ চিপসেটের সাথে টেক্কা দিতে ফ্ল্যাগশিপ এ চিপসেট এনেছে তাইওয়ানের সিনচুভিত্তিক কোম্পানিটি।
মাত্র কয়েক সপ্তাহ আগেই স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ বাজারে আসে। এক্সিনস ২২০০ চিপসেটের থেকে তুলনামূলক উন্নত মানের হবে ডাইমেনসিটি ৯০০০ প্লাস। টিএসএমসির ৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে এ চিপসেট তৈরি হয়েছে। এ বিষয়ে মিডিয়াটেক বলেছে, নতুন চিপসেটটি ব্যবহারে সিপিইউর কার্যক্ষমতা ৫ শতাংশ বাড়বে। জিপিইউর ক্ষেত্রে এ বৃদ্ধির হার হবে ১০ শতাংশ। এতে থাকছে ৮ মেগাবাইটের এল৩ ক্যাশ, ৬ মেগাবাইটের সিস্টেম-লেভেল ক্যাশ।

 


আরো সংবাদ



premium cement