০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


উন্মুক্ত করা হয়েছে উইন্ডোজ ১১ বেটা সংস্করণ

-

মাইক্রোসফট তাদের ইনসাইডার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জন্য উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণ উন্মুক্ত করে দিয়েছে। প্রায় মাসখানেক আগে ডেভেলপার প্রিভিউ উন্মুক্তের পর এবার সাধারণ ব্যবহারকারীরা তা চেখে দেখার সুযোগ পাচ্ছে। ইনটেলের সপ্তম প্রজন্ম আর এএমডি জেন ১ সিপিইউ-এ উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণের কার্যকারিতার ওপর নজর রাখা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
বেটা সংস্করণ চালাতে হলে এর জন্য উপযোগী কম্পিউটার প্রয়োজন হবে। এ সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য ইনসাইডার প্রোগ্রামের সিস্টেম রিকোয়ারমেন্ট পেইজে পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। ডেভেলপার প্রিভিউর তুলনায় বেটা সংস্করণে বাগের সংখ্যা কম। এ সংস্করণকে স্থিতিশীল বলা হলেও দিন শেষে এটি বেটা সংস্করণ এবং বাগ, হুটহাট ক্র্যাশ, কিছু ফিচারের অনুপস্থিতির মতো জটিলতাও এতে থাকতে পারে। এ জন্য বেটা সংস্করণ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ প্রযুক্তি সংশ্লিষ্টদের।

 


আরো সংবাদ



premium cement