০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


গ্রামীণফোনের সাড়ে ১৫ হাজার টাওয়ার এখন ফোরজি

-

সম্প্রতি গ্রামীণফোন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমি বরাবরই দেশব্যাপী ফোরজি কাভারেজের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি, যাতে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষও ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের অংশ হতে পারে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সরকারের এই রূপকল্প বাস্তবায়নে অবিরাম প্রচেষ্টার মাধ্যমে সরকারকে সহযোগিতা করার জন্য আমি গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশের ৫০ বছর উদযাপন উপলক্ষে গ্রামীণফোনের সাড়ে ১৫ হাজার টাওয়ার ফোরজি করা হয়েছে বলে অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়।
২৪ বছর আগে দেশের সব মানুষকে মোবাইল কানেক্টিভিটি প্রদানের যাত্রা শুরু করে গ্রামীণফোন। এ ঘোষণার মাধ্যমে বাংলাদেশের প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনের যাত্রার পার্টনার হিসেবে অঙ্গীকারের ব্যাপারে নিজেদের অবস্থান পুনরায় নিশ্চিত করল গ্রামীণফোন।

 


আরো সংবাদ



premium cement