২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সংবাদমাধ্যমের পাশে ফেসবুক

-

করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়েই অনেক সংবাদমাধ্যমের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এ ধরনের সংবাদমাধ্যমকে সরাসরি অর্থ ও বিজ্ঞাপন দিয়ে আর্থিক সহায়তা দিতে ১০ কোটি ডলার বরাদ্দ করেছে ফেসবুক। সম্প্রতি সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের বিভিন্ন প্রকাশককে সহায়তার এ ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে আড়াই কোটি ডলার অনুদান বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া বাকি সাড়ে সাত কোটি ডলার বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থায় বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হবে। এর ফলে প্রকাশনার সাথে জড়িতরা করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সঙ্কট অনেকটা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছে ফেসবুক কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের ভয়াবহতা কমাতে বিশ্বজুড়ে অনেক দেশ ও অঞ্চল লকডাউনে রয়েছে। ঘরবন্দী সময় পার করছে কয়েক কোটি মানুষ। এর ফলে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি সংবাদমাধ্যমে ব্যবসায়ও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে মানুষ এখন প্রিন্ট পত্রিকাও পড়তে চাইছেন না। এ পরিস্থিতিতে সংবাদমাধ্যমগুলোকে আর্থিক সহায়তাদান গুরুত্বপূর্ণ।

 


আরো সংবাদ



premium cement