০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


হুয়াওয়ের ওয়াই সিরিজের নতুন ফোন

-

দেশের বাজারে ওয়াই সিরিজের নতুন আরেকটি ফোন আনছে হুয়াওয়ে। ‘ওয়াই৭পি’ নামের এ ফোনে হুয়াওয়ে মোবাইল সার্ভিস (এইচএমএস) ও নিজস্ব অ্যাপগ্যালারি সুবিধা মিলবে। বাংলাদেশের বাজারে মেট ৩০ সিরিজের পর ওয়াই৭পি হুয়াওয়ের নিজস্ব মোবাইল সার্ভিস নিয়ে আসছে। ডিভাইসটিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ ‘অ্যাপগ্যালারিতে’ পাওয়া যাবে। অ্যাপগ্যালারি এরই মধ্যে বিশ্বের তৃতীয় বৃহৎ অ্যাপ স্টোরের তকমা দখলে নিয়েছে। বিশ্বজুড়ে ১৭০টিরও বেশি দেশে অ্যাপগ্যালারির সেবা মিলছে। ওয়াই৭পি স্মার্টফোনে ট্রিপল এআই রিয়ার ক্যামেরা ব্যবহৃত হয়েছে। এতে ৪৮ মেগাপিক্সেলের ১.৮ অ্যাপারচারসংবলিত প্রধান ক্যামেরা মিলবে। ৪ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ডিভাইসটিতে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।


আরো সংবাদ



premium cement